বংশাল পুলিশ ফাঁড়ি ভবন হেলে পড়েছে

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানী ঢাকার বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবন হেলে পড়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা ইতোমধ্যে পাশের আরেকটি টিনশেড ঘরে অবস্থান নিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মুখপাত্র আবু নাসের দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ৩১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক দুর্ঘটনাস্থল পৌঁছেছেন।'

তিনি আরও বলেন, '২ ভবনের মাঝখানে চলাচলের যে পথ রয়েছে সেটি বন্ধ এবং জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।'

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান কামাল ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ফাঁড়ির ব্যালকনি ধসে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুততম সময়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা পেছনের টিনশেড ঘরে আশ্রয় নিয়েছেন।'

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'ভবনটি ঝুঁকিপূর্ণ। আমরা কর্তৃপক্ষকে জানাব, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago