‘সাগর নন্দিনী-২’ জাহাজে আগুন: ৯ পুলিশসহ দগ্ধ ১৩
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলভর্তি 'সাগর নন্দিনী-২' জাহাজে লাগা আগুনে ১৩ জন দগ্ধ হয়েছেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক জানান, আহতদের মধ্যে ৬ জন জেলা পুলিশের সদস্য, ৩ জন নৌ পুলিশের সদস্য। আর বাকি ৪ জন জাহাজটির কর্মচারী।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ার তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ওই ৩ জন হলেন— পুলিশ সদস্য শওকত জামিল (২৪) ও দীপ সমদ্দার (২৫) এবং জাহাজের কর্মচারী শরীফ (৩৫)।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাহাজটিতে আগুন লাগে। এ সময় জাহাজটিতে ৪ লাখ লিটার পেট্রল মজুত ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) মো. সেলিম ডেইলি স্টারকে জানান, ধারণা করা হচ্ছে বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়।
Comments