বীরগঞ্জ থানার পাশে ৩ বিস্ফোরণ, পুলিশের দাবি পারফিউমের বোতল
পরপর ৩টি রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থানা ও এর আশপাশের এলাকা কেঁপে উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার দুপুর আড়াইটার পর ১০ মিনিটের মধ্যে বীরগঞ্জ থানার পেছনে ১টি ও প্রবেশপথের দুপাশে ২টি বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের পর পুরো থানা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বীরগঞ্জ উপজেলার আধা কিলোমিটার ব্যাসার্ধ এলাকা থেকে ওই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় অনেকেই আগুনের শিখা দেখতে পেয়েছেন। বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন এদিক ওদিক ছুটতে থাকেন। মূহুর্তের মধ্যেই এলাকাটি ফাঁকা হয়ে যায়।
বীরগঞ্জ পৌরসভার সুজালপুর এলাকার বাসিন্দা মো. মিজান বলেন, 'বিস্ফোরণে আমার পুরো বাড়ি কেঁপে ওঠে। আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। বীরগঞ্জ থানার কাছে বিস্ফোরণগুলো হয়েছে।'
আরেক বাসিন্দা সাজেদুর রহমান বলেন, 'দুপুরে প্রায় আধা কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি।'
জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, 'গুরুতর কিছু হয়নি। থানার পেছনের অংশে সংগৃহীত ময়লা-আবর্জনার ওপর আগুন দেওয়ার পর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছু পারফিউমের পাত্র থেকে বিস্ফোরণগুলো হয়েছে।'
তবে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, 'রোববার দুপুরে বীরগঞ্জ থানায় কিছু একটা হয়েছে বলে শুনেছি। আমি সেখানে যাচ্ছি এবং ওসি ও অতিরিক্ত এসপি বিষয়টি দেখছেন।'
এ বিষয়ে বিস্তারিত জানতে তাকে আবারও ফোন করা হলে তিনি ফোন তিনি ফোন রিসিভ করেননি।
Comments