মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের খুঁটি পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই শ্রমিক মারা গেছেন।
তারা হলেন তুলা মিয়া (৪১) ও পলাশ (৪০)।
আজ রোববার বিকাল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকার নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানিতে এ ঘটনা ঘটে।
কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী জানান, তারা দুজন প্রায় ৫ বছর ধরে মাসিক বেতনে ওই হাউজিং কোম্পনিতে কাজ করতেন। আজ বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments