ময়মনসিংহে ট্রাকচাপায় লরিচালক ও হেলপার নিহত

ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের কাশিগঞ্জ ভান্ডারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের চাপায় লরিচালক রাজিব মিয়া (২৫) ও হেলপার সজীব মিয়া (১৫) নিহত হয়েছেন।

আজ বুধবার ভোররাতে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের কাশিগঞ্জ ভান্ডারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি জেলার হালুয়াঘাট উপজেলায়।

স্থানীয়দের বরাত দিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, আজ ভোরে ইট বোঝাই লরিটিকে একটি ট্রাক চাপা দিলে লরিটি উল্টে যায় । এত ঘটনাস্থলেই রাজিব মিয়া ও সজীব মিয়া মারা যান ।

পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।

 

Comments