শেরপুরে ২ মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ শিশুসহ আহত ১৭

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে
শেরপুরে আজ সোমবার দুই মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর টেকনিক্যাল এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থাই আশঙ্কাজনক।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রথমে আহত সবাইকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনায় আহত ১৭ জনের কারো পরিচয় এখনো পাওয়া যায়নি।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুইটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি শেরপুর থেকে ঢাকায় আসছিল।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

According to government sources, Chief Adviser Prof Muhammad Yunus, along with other advisers, will take part in the dialogue from the government's side

30m ago