মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ৬
মুন্সিগঞ্জের গজারিয়ার চর কিশোরগঞ্জ খেয়াঘাটের কাছে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কমপক্ষে ৬ জন নিখোঁজ হয়েছেন। তারা সবাই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
গজারিয়া নদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এজাজ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকাল সাড়ে ৫টার দিকে ট্রলারটি উল্টে যায়। বেশ কয়েকটি ট্রলার সেখানে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে।'
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, 'কতজন নিখোঁজ রয়েছে তা আমরা এখনও নিশ্চিত নই। তবে ৪-৫ জন হতে পারে।'
স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আমির বলেন, 'একটি ট্রলারে করে কয়েকজন নদীতে বেড়াতে এসেছিল। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাট থেকে ২টি ট্রলার ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে উদ্ধার করে।'
নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, এ ঘটনায় এখনও নিখোঁজ আছে মারোয়া (৮) সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২), সুমনা আক্তার (২) ও তার ২ মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, 'ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে, রাতে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল সকালে উদ্ধার অভিযান শুরু হবে।'
Comments