ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল (৬০) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দপাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গদখালী ইউপির সদস্য শেখ আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে সকালে হাঁটতে বের হন চেয়ারম্যান শাহজাহান। আজ সকালে তিনি বাসা থেকে বের হয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে মর্নিং ওয়াক শেষে বাজারের দিকে আসছিলেন। হঠাৎ করে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে এলাকাবাসী রেললাইনের পাশে পড়ে থাকা চেয়ারম্যানকে দেখে পুলিশকে খবর দেয়।
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ঢাকা থেকে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। রেল পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, গদখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহজাহান ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহজাহান আলী মোড়ল গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।
Comments