থার্টি ফার্স্ট উদযাপন: সাউন্ড বক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।
তার নাম মিরাজ হোসেন (১৭)। তিনি কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়াড়িয়াখোলা গ্রামের মোবারক হোসেনের ছেলে।
গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান।
নিহতের বড় ভাই মিনহাজ বলেন, 'থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় বাড়ির পাশে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজ আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।'
কালীগঞ্জ থানার এসআই কামাল হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Comments