অগ্নিকাণ্ড রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সজাগ হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
অগ্নিকাণ্ড রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সজাগ হতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, 'অগ্নিকাণ্ড রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সজাগ হতে হবে। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেল। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। এর বিরুদ্ধে অভিযান চলা উচিত এবং তা চলবে।'
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে ওই ভবনে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ভর্তি আছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বেইলি রোডে বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনায় চিকিৎসাধীন ১১ জন রোগীর মধ্যে ৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।'
বাকি ৫ জন এখনো শঙ্কামুক্ত না হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলবে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে।
Comments