গাজীপুরে সিলিন্ডারের আগুনে মৃত্যু বেড়ে ১৩
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে ছয় দিন আগের ওই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হলো।
আজ মঙ্গলবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে মারা যান ২১ বছরের ইয়াসিন আরাফাত। কিছুক্ষণ পরে মারা যান ২২ বছরের মশিউর আলী।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, মশিউরের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। সন্ধ্যার দিকে শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়ে মারা যান ইয়াছিন আরাফাত(২১)।
গাজীপুরের ঘটনায় দগ্ধ ১৫ জন এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের কারও অবস্থাই ভালো নয়। এছাড়া আরও পাঁচজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।
মৃত মশিউরের আত্মীয় সানোয়ার হোসেন জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পারুলিয়া গ্রামে। বাবার নাম হামিদুল মিয়া। স্ত্রী শাহানা আক্তারকে নিয়ে কালিয়াকৈরে ভাড়া থাকতেন এবং স্থানীয় এটিএস এ্যাপারেলস নামে পোশাক কারখানায় কাজ করতেন। গত তিন বছর আগে বিয়ে করেন মশিউর। দুই বোন এক ভাইয়ের মধ্যে বড় ছিল সে।
তিনি আরও জানান, ঘটনার দিন গার্মেন্টে কাজ শেষ করে বাসায় ফিরছিল। বাসার সামনে জটলা দেখে সেখানে গেলে গ্যাসের আগুনে দগ্ধ হয়।
মৃত ইয়াসিনের মামা মো. লিটন জানান, তাদের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা থানার গবুগ্রামে। বাবা-মা পরিবার নিয়ে তিনি কালিয়াকৈরে তেলিরচারা এলাকায় থাকতেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে নারী-শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হন।
Comments