কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস কাভার্ডভ্যানে ধাক্কা দিলে একজন নিহত হন। এই ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার দিনগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লোকমান হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
নিহতের নাম সাহিদা বেগম (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নুর উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'রাতে নারী ও শিশুসহ মোট ১৫ জন উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।'
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। সেই সময় যাত্রীরা বাসের ভেতর আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন।
Comments