মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা, পলাতক চালক-হেলপার

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারের সঙ্গে সেফটি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আগারগাঁওয়ে এ ঘটনা ঘটে। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, মিরপুর ১০ নম্বর থেকে বিমানক্রসিংয়ের দিকে যাওয়ার পথে সেফটি পরিবহনের বাসটি দ্রুতগতিতে আগারগাঁও স্টেশনের পাশে মেট্রোরেলের একটি পিলারের ধাক্কা দেয়। এতে পিলারে থাকা পানির পাইপ ফেটে যায় এবং ইলেকট্রিক তারের পাইপও ক্ষতিগ্রস্ত হয়। তবে পিলারের তেমন ক্ষতি হয়নি। স্থানীয়রা আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই বাসটির চালক ও হেল্পার পালিয়ে যায়। পুলিশ বাসটি থানায় নিয়ে গেছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন,' বলেন তিনি।
Comments