শিশু মেলার সামনে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর শেরে বাংলা নগর এলাকার শিশু মেলার সামনে গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহন শেখ (২৫)। তার বাড়ি জামালপুর সদরে। ঢাকায় তুরাগের টেকেরপাড়া এলাকায় থাকতেন। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করতেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর সাড়ে ১২টায় শিশু মেলার সামনে গাড়িচাপায় আহত হলে মোহনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments