৮ মাসের শিশুকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর সাতকামাইর এলাকায় কৌতুহলীরা। এখানেই শিশুটিকে নিয়ে মা ট্রেনের নিচে ঝাঁপ দেন। ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ রেলপথে আট মাসের শিশুকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েছেন এক মা।

এ ঘটনায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও আশঙ্কাজনক অবস্থায় মাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর সাতকামাইর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

গাজীপুরের জয়দেবপুর জংশন রেল স্টেশনের রেল পুলিশের সাব-ইন্সপেক্টর সেতাবর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতাবুরের ভাষ্য, শিশুটি সুস্থ আছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহত মায়ের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। শিশুকন্যার বয়স সাত-আট মাসের মতো।

শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, আহত মায়ের অবস্থা আশঙ্কাজনক। তার একটি পা ভেঙে গেছে। হাসপাতালে নেওয়ার সময় নাক-কান দিয়ে অনবরত রক্ত পড়ছিল।

Comments

The Daily Star  | English
2001 Ramna Batamul attack

HC fixes May 8 for verdict on Ramna Batamul bomb blast

On April 14, 2001, two bombs went off during 1408 Pahela Baishakh celebrations, leaving 10 dead, many injured

14m ago