খিলগাঁওয়ে করাতকলে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় করাতকলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শুক্রবার দিবাগত রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তারা সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন লাগার খবর পেয়েছিলেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
Comments