সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জে পুলিশের ভাড়া করা মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গাজীপুরের কোনাবাড়ী এবং সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডাকাতির মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের গাড়িতে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে পুলিশের ভাড়া করা মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গাজীপুরের কোনাবাড়ী এবং সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডাকাতির মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. তুষার আহম্মেদ (২২), মো. ওয়াজেদ আলী (৩৪), মো. আব্দুল লতিফ খান ২১), মো. ইনামুল হক আশিক (১৯), মো. আব্দুল মোতালেব (২৬) ও মো সোহেল রানা (২৮)। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। এসপি তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ডাকাতদের কাছ থেকে ১ টি হ্যান্ডকাপ, ৩টি মোবাইল, ১টি মানিব্যাগ, ১টি ওয়াকিটকি, ১ সেট পুলিশ ইউনিফর্ম, ১টি ক্রেডিট কার্ড, ১টি পুলিশ আইডি কার্ড, ১টি মানিব্যাগ, নগদ ৬ হাজার ২০০ টাকা, ২টি ব্যাগ ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতিতে ব্যবহৃত ২টি বার্মিজ চাকু ও ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গত ১২ অক্টোবর অপহরণ মামলার এক ভিকটিমকে ঢাকা থেকে উদ্ধার করে বগুড়ার সোনাতলা থানার পুলিশ। ভিকটিমকে নিয়ে বগুড়ায় ফেরার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে কড্ডা এলাকায় ডাকাতের কবলে পড়ে পুলিশের ভাড়া করা মাইক্রোবাসটি। ডাকাতদের আক্রমণে অপহরণ মামলার ভিকটিমের চাচা এবং দুইজন পুলিশ কনস্টেবল আহত হন।

এই ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করে পুলিশ।

এসপি আরিফুর রহমান মন্ডল বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান যে তারা অনেকদিন ধরে সিরাজগঞ্জের নলকা হতে সয়দাবাদ মোড় পর্যন্ত মহাসড়কে ডাকাতি করত।

Comments