পুলিশের গাড়ি নিয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

পুলিশের সরকারি গাড়ি নিয়ে ডাকাতির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বর্তমান ও সাবেক পুলিশ সদস্য ও নৌ-বাহিনীর সদস্য আছেন। 

গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশ সদরদপ্তরে কর্মরত কনস্টেবল মো. রুবেল, চাকরিচ্যুত কনস্টেবল কাজল ইসলাম, চাকরিচ্যুত নৌ-বাহিনীর সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী।

ওসি লিয়াকত বলেন, 'পুলিশ সদরদপ্তরের একটি সরকারি গাড়ি ব্যবহার করে এই চক্রটি রাজধানীর নিউমার্কেট এলাকায় এক প্রবাসীর মালামাল লুট করে।'

পরে তারা রূপগঞ্জের পূর্বাচল এলাকায় জনতার হাতে আটক হন। 

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সেখানে গেলে ডাকাতির বিষয়টি সামনে আসে। তখন দুজনকে আটক করা হয়। 

পরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

আটককৃতদের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, সাতটি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোন, ৫৩ কার্টন সিগারেটসহ বিপুল পরিমাণ প্রসাধনী, গুড়া দুধ ও কাপড় জব্দ করা হয়। 

এছাড়া, একটি প্রাইভেটকার, হ্যান্ডকাফ, ওয়াটকিও জব্দ করা হয় বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

No discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul Alam

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

39m ago