মান্ডায় ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত
রাজধানীর মান্ডা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে আহত কলেজছাত্র রাকিবুল ইসলাম রাতুল (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাচ্চু জানান, আজ ভোররাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাতুলের মৃত্যু হয়। তিনি মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র ছিলেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম খান জানিয়েছেন, এক রিকশাচালক সন্ধ্যার পরে আহত রাতুলকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় দুপক্ষের সংঘর্ষে রাতুল আহত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যশোর সদর উপজেলার ধানঘাটা গ্রামের আতিকুর রহমানের ৩ ছেলের মধ্যে দ্বিতীয় রাতুল। আতিকুর খিলগাঁও ত্রিমহোনী মাদবর বাড়ি রোডে সপরিবারে বসবাস করেন। এক সময় আতিকুর মান্ডা এলাকায় বসবাস করতেন। সেই সুবাদে প্রায়ই মান্ডা এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেতেন রাতুল, জানান রেজাউল।
Comments