কিশোরকে ৪ দিন আটকে রেখে নির্যাতন, গ্রেপ্তার ২
নরসিংদীর পলাশ উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরকে ৪ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- গজারিয়া ইউনিয়নের সরকারচরের বাসিন্দা সুলতান মিয়া (৪০) ও তার ছোট ভাই নাছির মিয়া (৩৫)।
আজ মঙ্গলবার বিকালে ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ অক্টোবর সকালে ভুক্তভোগী কিশোরের বড় ভাই আবদুল্লাহ তাদের দুজনের বিরুদ্ধে পলাশ থানায় লিখিত অভিযোগ দেন।
ওই অভিযোগে বলা হয়েছে, ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ৪ দিন ভুক্তভোগী কিশোরকে একটি মুরগির খামারে আটকে রেখে নির্যাতন করেন অভিযুক্তরা। প্রাথমিক তদন্ত শেষে ৩১ অক্টোবর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
লিখিত অভিযোগে আবদুল্লাহ জানান, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার ছোট ভাই প্রায় ৬ মাস আগে সরকারচর গ্রামের সুলতান মিয়ার মুরগির খামারে ৭ হাজার টাকা মাসিক বেতনে চাকরি নেয়।
গত ২৩ অক্টোবর সকালে মুরগির খামারটির মালিক সুলতান মিয়ার ছোট ভাই নাছির মিয়া খামারে আসেন। তিনি খামারের পাশের ঘরের চৌকিতে ময়লা দেখে ওই কিশোরের ওপর অমানবিক নির্যাতন চালান। তাকে ৪ দিন ধরে ওই ঘরেই আটকে রাখেন।
২৬ অক্টোবর সন্ধ্যায় কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বর্ণনা দেয় ওই কিশোর। পরে তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলার বাদী আবদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই সুলতান ও তার ভাই নাছির বিভিন্নভাবে আমাদের ভয়ভীতি দেখিয়েছেন। অভিযোগ তুলে না নিলে আমাদের দুই ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন তারা।'
জানতে চাইলে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, 'পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল সকালে লিখিত অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ২ আসামিকে আজ মঙ্গলবার আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'
Comments