নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রাস্টি কাশেমের জামিন বহাল

৩০৪ কোটি টাকা পাচার মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক ট্রাস্টি এমএ কাশেমের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হলো।
আজ আবেদনের শুনানিতে এমএ কাশেমের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মুরাদ রেজা ও সাঈদ আহমেদ রেজা এবং দুদকের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।
গত ১০ নভেম্বর এই মামলায় হাইকোর্ট এমএ কাশেমকে শর্তসাপেক্ষে জামিন দেন।
Comments