তেজগাঁওয়ে নিরাপত্তাকর্মীকে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ার একটি কারখানার নিরাপত্তাকর্মী হাশেম মিয়াকে (৬০) হত্যা করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টার দিকে কারখানার কর্মচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই নিরাপত্তাকর্মীকে হাসপাতালে নিয়ে যান ঝন্টু মিয়া। তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া হ্যাপি হোমস সংলগ্ন জুয়েল ইন্ডাস্ট্রিজের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন হাশেম মিয়া। সেখানে নাটবল্টু তৈরি হয়। ওই কারখানার দোতলার একটি কক্ষে একাই থাকতেন তিনি। সকালে যখন শ্রমিকরা কারখানায় যান, তখন তার রুমে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। তার মাথা, কপালসহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাত। তখন ঘরের আলমারিসহ জিনিসপত্র সব এলোমেলো ছিল। তৎক্ষণাৎ হাশেমকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার মাথাসহ শরীরে আঘাত রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
Comments