‘যুক্তরাষ্ট্রে ওয়াসা এমডির ১৪ বাড়ি’: দুদকের তদন্তের অগ্রগতি জানতে চান হাইকোর্ট
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমপি) প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার অভিযোগ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট।
আগামী ১৫ দিনের মধ্যে আদালত দুদককে অগ্রগতি জানানোর আদেশ দিয়েছেন।
দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে মৌখিক আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সংবাদ প্রতিবেদনটি প্রয়োজনীয় নির্দেশনার জন্য হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন।
খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের আদেশের বিষয়টি আমি ইতোমধ্যে দুদককে জানিয়েছি।'
Comments