বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ২ দল দুষ্কৃতকারীর মধ্যে গুলিবিনিময়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮(পূর্ব) নম্বর রোহিঙ্গা শিবিরের বি-৩৫ ব্লকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (৩০) ওই ক্যাম্পের নুর কামালের ছেলে।
এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, 'আজ সকালে ওই রোহিঙ্গা ক্যাম্পে বহিরাগত কিছু সশস্ত্র দুষ্কৃতকারী ঢোকার চেষ্টা করে। এ সময় ক্যাম্প থেকে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। উভয়পক্ষের মধ্যে অনন্ত ১০ মিনিট গোলাগুলি চলে। পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।'
ওসি বলেন, 'স্থানীয়রা গুলিবিদ্ধ রফিককে উদ্ধার করে ব্র্যাকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
Comments