টাঙ্গাইলে বাড়ি থেকে মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের দেলদুয়ারে একটি বাড়ি থেকে এক মা ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর থেকে ওই নারীর স্বামী পলাতক আছেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতরা হলেন চকতৈল পূর্বপাড়া গ্রামের শাহেদ আলীর স্ত্রী মুনিরা (২৫), তাদের দুই ছেলে মুশফিক (৫) ও মাশরাফি (২)।

দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা বেগম দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল ৫টার দিকে ঘরের ভেতর মা ও দুই ছেলেকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এদের মধ্যে মুনিরার মরদেহ ঝুলন্ত অবস্থায় এবং দুই ছেলের মরদেহ বিছানায় পড়ে ছিল।

তিনি আরও বলেন, মুনিরার স্বামী শাহেদ এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনাস্থল থেকে সিআইডি আলামত সংগ্রহ করছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।

Comments

The Daily Star  | English

DMC suspends MBBS classes amid student protest, orders to vacate halls

The authorities also directed all students to vacate their hostels by 12:00pm tomorrow

52m ago