প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিনের মেয়াদ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
শামসুজ্জামান। ছবি: প্রথম আলোর সৌজন্যে

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিনের মেয়াদ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

শামস তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চাইলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ আদেশ দেন।

একই মামলায় গত ৯ এপ্রিল ঢাকার আরেকটি আদালতে আত্মসমর্পণের পর অন্তর্বর্তীকালীন জামিন পান শামস।

এর আগে, গত ৩ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা অপর মামলায় শামসকে জামিন দেন আরেকটি আদালত।

সাভারের বাড়ি থেকে আটকের ৫ দিন পর সেদিন সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে কারাগার থেকে মুক্তি পান শামস। 

শামসের বিরুদ্ধে মামলা দায়েরের পর ৩০ মার্চ তাকে আদালতে হাজির করা হলে আরেকটি আদালত তাকে জামিন দিতে অস্বীকার করেন।

মামলায় শামস ছাড়াও প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, অজ্ঞাতনামা ফটোগ্রাফারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে সাভারে কর্মরত শামসুজ্জামানকে গত ২৯ মার্চ ভোরে সিআইডি পরিচয়ে তুলে নেন একদল ব্যক্তি। ওই দিন রাতে তার বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন একজন। শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর ডিজিটাল নিরাপত্তা আইনে করা রমনা থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। 

Comments