দাউদকান্দিতে পৌনে ২ কোটি টাকা ছিনতাই: অভিযানে উদ্ধার ১ কোটি ৮ লাখ

কুমিল্লার দাউদকান্দি হাইওয়েতে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হওয়া প্রায় পৌনে ২ কোটি টাকার মধ্যে এক কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার বিকেলে অভিযান চালিয়ে স্থানীয় সোহেল রানা নামে এক ব্যক্তির বাসা থেকে এই অর্থ উদ্ধার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেলকে শনাক্ত করে মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে এক কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে।
পুলিশ জানায়, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকার ব্যবসায়ী সাইফুল রোববার দিনগত রাত পৌনে ২টার দিকে এক কোটি ৭০ লাখ টাকা নিয়ে গাড়িতে করে দাউদকান্দি হয়ে কুমিল্লা যাচ্ছিলেন। দাউদকান্দির মোহন সিঅ্যান্ডজি-পেট্রোল পাম্পে জ্বালানি নিতে গেলে অস্ত্র ঠেকিয়ে সোহেল তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত সোহেল দাউদকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত।
জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়ন ডেইলি স্টারকে বলেন, 'সোহেল রানাকে এলাকার লোক হিসেবে চিনি। তবে ছিনতাইয়ের ঘটনার বিষয়ে কিছু জানি না।'
দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, 'ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত সোহেলসহ অন্যদের শিগগিরই গ্রেপ্তার করতে পারব।'
Comments