অপহরণের দুদিন পর বাড়ির পাশে ঝোপে মিলল শিশুর মরদেহ
জামালপুরের দেওয়ানগঞ্জে অপহরণের দুদিন পর হাবিবা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার বাঘারচর বেপারী পাড়ায় শিশুটির বাড়ির কাছের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিশু হাবিবা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বেপারী পাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাতে সানন্দবাড়ি তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, গত শনিবার সকাল ১০টার দিকে হাবিবা বাড়ি থেকে একটু দূরে এক দোকানে সিংগারা আনতে যায়। আরও কয়েকজন শিশুর সঙ্গে সে বাড়ি ফিরছিল। পথে একটি দোকানে অন্যরা কিছু কিনতে দাঁড়ালে হাবিবা একাই বাড়ির উদ্দেশে রওনা হয়।
'হাবিবার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা হিরা বেগম মেয়েকে খুঁজতে বের হন। বাড়ির কাছাকাছি এক স্থানে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর তার বাবার মোবাইলে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিও বার্তা পাঠানো হয়। বিষয়টি পুলিশকে জানালে মেয়েকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।'
ইনচার্জ আব্দুর রহিম আরও বলেন, 'হাবিবার বাবা আশরাফুল বিষয়টি থানায় জানালে পুলিশের একাধিক ইউনিট হাবিবাকে উদ্ধারে নামে। আজ সোমবার দুপুরে বাড়ির কাছের এক ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।'
এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী বলেন, 'মেয়েটিকে জীবিত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। তার মরদেহ জামালপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'
Comments