বিচারক সোহেল রানার সাজা স্থগিত

কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া কারাদণ্ড ও জরিমানার রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
আদালত অবমাননার কারণে আজ বৃহস্পতিবার সোহেল রানাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম কারাদণ্ড ও জরিমানার রায় স্থগিত করেন।
রায়ের বিরুদ্ধে সোহেল রানার আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন চেম্বার বিচারক।
সোহেল রানার আইনজীবী শাহ মঞ্জুরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, সোহেল রানা হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু হাইকোর্ট তা গ্রহণ করেননি। এ কারণে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার বিচারক।
তিনি বলেন, চেম্বার বিচারকের আদেশের পর বিচার বিভাগের কর্মকর্তা হিসেবে সোহেল রানার দায়িত্ব পালনে কোনো আইনি বাধা থাকল না।
এর আগে, হাইকোর্টের আদেশে স্থগিত থাকা একটি মামলার বিচার কার্যক্রম চালিয়ে নেওয়ায় সোহেল রানার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়েছিল। আজ হাইকোর্ট তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন। পাশাপাশি তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
কয়েক সপ্তাহ আগে সোহেল রানাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
Comments