কলেজশিক্ষার্থী অপহরণ মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর ভাটারা থেকে এক কলেজশিক্ষার্থীকে অপহরণের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

তার নাম আমেনুল মোমেনীন (২৮)। শুক্রবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ভাটারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম ডেইলি স্টারকে জানান, আমেনুল মোমেনীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত। ভাটারা এলাকায় নোমান হোসেন নামের এক তরুণকে অপহরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অপহরণ মামলায় মোট ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। বাকি ৪ আসামি হলেন ভাটারা এলাকার মো. তুহিন (২৮), মো. রাতুল (২০), মো. আরিফ (৩০) ও মো. লিটন (২৫)। আমেনুল ছাড়া অন্য ৪ জনই পলাতক।

মামলার এজাহারে নোমানের মা লিজা আক্তার বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টায় তার ছেলে নোমান ভাটারায় নানির বাসার উদ্দেশে বের হন। নোমান এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার পথে পুলিশ পরিচয়ে তাদের থামানো হয়। সেখান থেকে নোমানকে তুলে নিয়ে ভাটারার নূরের বাজার রোড এলাকায় আমেনুলের সহযোগী তুহিনের বাসায় আটকে রাখা হয়। সেখানে মারধর করে তার কাছে থাকা ৫ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেওয়া হয়।

ভাটারা থানার ওসি কাজী মইনুল ইসলাম বলেন, নোমান হোসেনকে অপহরণ মামলায় গ্রেপ্তারের পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার কনস্টেবল আমেনুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর চার আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

49m ago