থানায় আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এসআই প্রত্যাহার

হবিগঞ্জের বানিয়াচং থানার ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
গত ২৬ ডিসেম্বর বিকেলে অটোরিকশা চুরির অভিযোগে গোলাম রাব্বানিকে (১৮) আটক করে পুলিশ। সেদিন সন্ধ্যায় থানা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, গোলাম রাব্বানিকে মিথ্যা অভিযোগে থানায় আটকে রেখে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
ঘটনার চারদিন পর গতকাল শনিবার এসআই মনিরুলকে প্রত্যাহার করা হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক জানান, অভিযুক্ত এসআই মনিরুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে।
Comments