চাটমোহরে প্রবাসীর স্ত্রী-সন্তানকে 'শ্বাসরোধে' হত্যা
পাবনার চাটমোহরে এক প্রবাসীর স্ত্রী ও তার ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, ডাকাতি বা চুরির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহতরা হলেন চাটমোহরের দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়ায় প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন (৩৫) ও তার ছেলে রিয়াদ হোসেন (৮)। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে লাবনীর মরদেহ পাওয়া যায় রান্নাঘরে। তার ছেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. নান্নু সাংবাদিকদের বলেন, লাবনী তার সন্তানকে নিয়ে শাশুড়ির সঙ্গে বসবাস করতেন। তারা বাড়িটি পাকা করার প্রস্তুতি নিচ্ছিলেন। নির্মাণ সামগ্রীও সংগ্রহ করেছিলেন তারা।
হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার বলেন, ধারণা করা হচ্ছে কেউ হয়তো চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তাদের নিকটাত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Comments