নোয়াখালীতে হাজতির মৃত্যু
নোয়াখালী জেলা কারাগারের হাজতি মো. আবুল বাশার বাদশা (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাদশার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামে। তার বাবার নাম গোলাম রহমান।
গত বছরের ডিসেম্বরে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বাদশা। নোয়াখালীর জেল সুপার গোলাম দস্তগীর দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে বাদশা। দুজন কারারক্ষী তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে বাদশার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মৃত্যু সঠিক কারণ জানাতে পারেননি। তিনি বলেন, 'ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'
বাদশার কন্যা লিমা আক্তার সন্ধ্যায় ডেইলি স্টারকে বলেন, গত শুক্রবার দুপুরে আমি ও আমার মা কারাগারে বাবার সঙ্গে দেখা করে এসেছি। ওই দিন তার শরীর খারাপ ছিল।
'অসুস্থতার কথা জানালে জেল কর্তৃপক্ষ কুমিল্লায় পাঠিয়ে দেবে জন্য বাবা জানাতে রাজি হননি। আজ দুপুর ১২টার দিকে কারাগার থেকে ফোন করে জানায় বাবা মারা গেছেন,' বলেন তিনি।
Comments