ঘরে ঢুকে কিল-ঘুষি মেরে পৌর কর্মচারীকে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় ঘরে ঢুকে কিল-ঘুষি মেরে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম উজ্জ্বল মোল্লা (৪৩)। তিনি মুন্সীগঞ্জ পৌরসভায় চাকরি করতেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
উজ্জ্বলের ভাই রাজন মোল্লা বলেন, 'আমার ভাই যে জায়গাটা কিনেছে তা নিয়ে মামলা চলছে। রাতে বাড়ি দখলের উদ্দেশ্যে স্থানীয় হুমায়ূন ও তার ভাই সোহেলের নেতৃত্বে ১৫-২০ জন ঘরে ঢুকে আমাকে ও আমার ভাইকে এলোপাতারি কিলঘুষি মারতে থাকে। পরে বাসাতেই সে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'
স্থানীয় ৫নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম বলেন, 'আমাকে ফোন দেওয়ার পর আমি তার বাসায় যাই। ঘটনা শুনে তাকে বলি পুলিশ জানাতে। কিন্তু, এক পর্যায়ে আমার সামনেই সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এএসএম ফেরদৌস বলেন, 'উজ্জ্বলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা নিহতের শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাইনি।'
মুন্সীগঞ্জ জেলা ডিবি ওসি ফখরুদ্দিন ভূইয়া বলেন, 'বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ূন ও সোহেল নামে দুইজনকে আটক করা হয়েছে।'
Comments