সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন: আটক আরও ৫

রাজধানীর মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকায় বৃহস্পতিবার সকালে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ হয় | ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে এক নারীও রয়েছেন। এ ঘটনায় এ নিয়ে মোট আটজনকে আটক করা হলো। শুক্রবার ভাষানটেক এলাকা থেকে আটক করা হয় রিফাত, হৃদয় এবং ইয়াসিনকে।

আজ আটক করা হয়েছে আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেলকে। ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে পরিচালিত যৌথ অভিযানের ধারাবাহিকতায় আজ শনিবার পাঁচজনকে ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের ভাষানটেক ও কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

 

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

45m ago