চট্টগ্রামের বেশিরভাগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন: রিটার্নিং কর্মকর্তা
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং চট্টগ্রামের ১০টি নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচনী প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থীরা।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের নয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে শনিবার সকালে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। প্রার্থীদের অভিযোগ ও পরামর্শ শোনার জন্য তিনি এই সভার আয়োজন করেন বলে জানান।
আবুল বাসার বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী সভা করলে তিনি সভা অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগে রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন, কিন্তু অধিকাংশ প্রার্থী তা মানছেন না।
'এমনকি আমরা জানতেও পারি না তারা কোথায় সমাবেশের আয়োজন করছেন, তাই আমরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে পারি না।'
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে যা কিছু করতে হয় তার সবই করার জন্য নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং সুস্পষ্টভাবে এই বার্তা দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করতে আমরা এই বৈঠক করেছি।'
'আমি তাদের নির্বাচনী আচরণবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছি এবং অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলে তাদের সতর্ক করেছি,' উল্লেখ করে তিনি বলেন, 'কোনো প্রার্থী বা তার কর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে ঘৃণামূলক বা কাউকে হেয় করে প্রচারণা চালাতে পারবেন না। আমরা সামাজিক মাধ্যমের ওপর নজর রাখছি। এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে।'
Comments