৯৪ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ অধিকতর তদন্তের নির্দেশ ইসির
অনিয়মের অভিযোগ ওঠায় স্থগিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ফরিদপুর-২ উপনির্বাচনে সিসিটিভি পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন।
সিইসি বলেন, আমাদের সিদ্ধান্ত হচ্ছে গাইবান্ধার উপনির্বাচনে স্থগিত ৫১টি কেন্দ্র বাদে বাকি ৯৪টি কেন্দ্র, যেগুলোতে কমিশন নির্বাচন বন্ধ করেনি সেই কেন্দ্রগুলোর বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন একটি কমিটি সিসিটিভি ফুটেজ দেখে ওর ওপর একটি পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে।
কমিশন সূত্র জানায়, যেই কমিটি ৫১টি ভোটকেন্দ্রে নির্বাচন বন্ধ কেন হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত করেছে সেই কমিটিই অধিকতর তদন্ত করবে। তাদেরকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধের পরের দিন ইসি এই তদন্ত কমিটি গঠন করে। কমিটি ২৭ অক্টোবর তাদের প্রতিবেদন কমিশনে পেশ করে।
সিইসি বলেন, তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। কমিশন সভা নিয়ে ব্যস্ততা ছিল। আজকে বসে আমরা রিপোর্টগুলো দেখেছি। প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করছি না।
শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সিইসি বলেন, 'একটু অপেক্ষা করেন। ৭-১০ দিন সময় লাগবে। খন্ডিত প্রতিবেদন পেয়েছি, পুরোটার তদন্ত প্রতিবেদন দরকার।'
Comments