বিএনপির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের তফসিল রোববার

জাতীয় বাজেট ২৩-২৪
ছবি: সংগৃহীত

বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনের তফসিল আগামী রোববার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মো. আলমগীর বলেন, 'রোববার আমাদের কমিশন সভা রয়েছে। সেই সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।'

নির্বাচন ঠিক কবে হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, 'সরকারি ছুটি, পাবলিক পরিক্ষা ও ধর্মীয় উৎসব আছে কি না, তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।'

'নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং সিসি ক্যামেরার বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে', বলেন তিনি।

শূন্য আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'বিষয়টি নিয়ে সভায় সিদ্ধান্ত হবে।'

সামনের নির্বাচনে বিএনপিকে ডাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, 'আমরা নির্ধারিত কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাব না। আমাদের তফসিল ঘোষণা হবে সব দলের জন্য।'

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

44m ago