সরকারি প্রাথমিক স্কুলে শুক্র-শনি ছুটি, বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লাস

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক স্কুলে সাপ্তাহিক ছুটি হবে শুক্র ও শনিবার। আর বৃহস্পতিবার হবে অন্যান্য দিনের মতো পূর্ণদিবস ক্লাস।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত আসার আগে সরকারি প্রাথমিক স্কুলে বৃহস্পতিবার অর্ধ দিসব ক্লাস হতো।
বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
আজকের মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলামের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, সপ্তাহের কোন দুদিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি হবে। তিনি তখন বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে জানিয়ে দেবে।
তিনি আরও জানান, সরকারি অফিস-আদালতে পর্দার ব্যবহার বন্ধ থাকবে। পর্যাপ্ত আলো-বাতাসে কাজ করতে হবে। পাশাপাশি সেচ সুবিধার জন্য ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
Comments