‘ইসমাইলি সিভিক দিবস’ উপলক্ষে ১ হাজার গাছ রোপণের উদ্যোগ
পরিবেশবান্ধব পৃথিবী তৈরির লক্ষ্যে, গ্লোবাল ইসমাইলি সিভিক দিবসে বাংলাদেশে ইসমাইলি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকরা ১ হাজার বৃক্ষ রোপণের উদ্বেগ নিয়েছেন। ২২ সেপ্টেম্বর হতে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পার্কে এই বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিবছর ২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ইসমাইলি সম্প্রদায়ের বার্ষিক অনুষ্ঠান গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস পালন করা হয়। এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিক কর্মসূচি যেখানে বিশ্বাস, লিঙ্গ-বৈষম্য এবং সামাজিক অবস্থান নির্বিশেষে ইসমাইলি সম্প্রদায়ের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেবার অঙ্গীকার করেন।
দিবসটি উপলক্ষে সারা বাংলাদেশে স্বল্প আয়ের পরিবারের মাঝে ফলজ গাছ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে, যাতে করে দীর্ঘমেয়াদে তারা এর সুফল ভোগ করতে পারে। এই উদ্যোগ এবং কার্যক্রম পরিচালনায় কারিগরি সহায়তা প্রদান করছেন 'গ্রীন সেভার'।
Comments