বিমানবন্দরে যাওয়ার আগে চোখ ওঠা যাত্রীদের যা করণীয়

চোখ ওঠা বা কনজাংকটিভাইটিসে আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে বিদেশ ভ্রমণের আগে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
স্টার ফাইল ছবি

চোখ ওঠা বা কনজাংকটিভাইটিসে আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে বিদেশ ভ্রমণের আগে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরে প্রতিদিনই চোখ ওঠায় আক্রান্ত বিদেশগামী যাত্রী পাওয়া যাওয়ার পরিপ্রেক্ষিতে শাহজালালের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শের কথা বলা হয়েছে।

শাহজালাল কর্তৃপক্ষ চোখ উঠার লক্ষণ প্রকাশের সাত দিনের মধ্যে সম্ভব হলে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে। তবে জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে হলে যাত্রার আগে বিএমডিসি রেজিস্টার্ড চক্ষু বিশেষজ্ঞ অথবা এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ ও সানগ্লাস পরে বিমানবন্দরে আসতে হবে। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ ও নথিপত্র যাচাই করে যাত্রীকে ফিটনেস সার্টিফিকেট দেবেন।

Comments

The Daily Star  | English

Advocate Tajul Islam made ICT chief prosecutor

Supreme Court lawyer Md Tajul Islam, joint convener of Amar Bangladesh Party (AB Party), has been appointed as the chief prosecutor of the International Crimes Tribunal

Now