বাংলাদেশ

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২৩-২৪ নভেম্বর

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন।
বিডার কনফারেন্স রুমে ‘আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন’ এবং বাংলাদেশ-উইকি অ্যাওয়ার্ড আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা ও মিট দ্য প্রেস অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি) যৌথ উদ্যোগে আগামী ২৩-২৪ নভেম্বর  ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উইমেনস ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (উইকি) এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনারস অব বাংলাদেশ (এএফডিবি)  অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে সম্মেলন আয়োজনে সংযুক্ত থাকবে।

এ উপলক্ষে আজ সোমবার বিডার কনফারেন্স রুমে 'আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন' এবং বাংলাদেশ-উইকি অ্যাওয়ার্ড আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা ও মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিআইবিসির প্রেসিডেন্ট মানতাশা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, 'বিআইবিসির সঙ্গে বিডা বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনে অংশীদার হতে পারার বিষয়টি আনন্দদায়ক।'

এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কথা উল্লেখ করে বলেন, 'সোনার বাংলা গড়তে হলে নারী শক্তিকে অবশ্যই যথাযথ মূল্যায়ন ও প্রতিটি সেক্টরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।'

বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত। তিনি সারাবিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতাকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন। তার নিরলস পরিশ্রম এবং দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাধারা, সংবেদনশীলতা সব কিছুর মধ্য দিয়েই আজ বাংলাদেশের নারীরা দৃশ্যমানভাবে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে এসেছে। এখন সময় এসেছে নারী উদ্যোক্তাদের বিশ্বব্যাপী তুলে ধরার প্লাটফর্ম তৈরি করার। যাতে নারী উদ্যোক্তারা বৈশ্বিক জ্ঞান লাভ ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। আর এ সবকিছুতেই বিডা নারী উদ্যোক্তাদের পাশেই থাকবে।'

অনুষ্ঠানের শুরুতেই বিআইবিসির প্রেসিডেন্ট মানতাশা আহমেদ বলেন, '২০২১ সালে বিআইবিসির উদ্যোগে অত্যন্ত সফলভাবে এশিয়ান উইমেন এন্ট্রেপ্রেনেউরস সামিট ও বাংলাদেশ-উইকি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এ বছর আর বড় পরিসরে আমরা আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলনের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি দেশকে টার্গেট করে সম্মেলন আয়োজন করতে চাইছি। আমারা আশাকরি সম্মেলনে ৫০টি দেশ থেকে গণ্যমান্য ব্যক্তি, সুপরিচিত উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিরা অংশ নেবেন।'

তিনি আরও বলেন, 'এ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করাসহ বাংলাদেশের নারী উদ্যোক্তাদের বিশ্ববাজারের সঙ্গে সংযোগ স্থাপন এবং দেশের নারীপ্রধান ব্যবসা খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে।'

সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে বিআইবিসির পি-আর পরিচালক জারা মাহবুব বলেন, 'আমরা আশাকরি এই সম্মেলন একটি ভালো নেটওয়ার্কিং পরিবেশ গড়ে তুলবে, যার ফলে আমাদের নারী উদ্যোক্তাদের জাতীয় এবং আন্তর্জাতিক সুযোগ বৃদ্ধি হবে।'

যেকোনো নারী উদ্যোক্তা https://bibcbd.org/apply-now সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে সম্মেলনে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইবিসির পরিচালক জেরিন মাহমুদ হোসেন, এএফডিবির পরিচালক শাহিদ হোসেন শামিম, গ্রিন ইনস্যুরেন্সের এমডি ফারজানা চৌধুরী এবং বিআইবিসি পরিচালক ড. রুমানা দৌলা প্রমুখ বক্তব্য রাখেন।  

পরে সম্মেলনের লোগো উন্মোচন করা হয়।

Comments

The Daily Star  | English

Cyber Security Agency exists only in name

In December 2018, when the Digital Security Agency was formed under the Digital Security Act, it was hoped that the cybersecurity of important government sites with critical citizen data such as the Election Commission’s national identity database and the Office of the Registrar of Birth and Death  would be robust.

10h ago