সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনের ওপর গাছ পড়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
রাত সাড়ে ৯টার দিকে গাছ সরানোর পর ট্রেন চলাচল শুরু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব।
এর আগে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমেদ জানান, রেললাইনে গাছ পড়ার কারণে শ্রীমঙ্গল স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস আটকা পড়েছিল।
ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
Comments