আগামীকাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করবেন লাভরভ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামীকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ ও ২৪ তারিখে লাভরভের ঢাকা সফর বাতিলের ঘোষণার পর নতুন এই তথ্য জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আইওআরএ বৈঠকে যোগদান ছাড়াও লাভরভের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করার কথা ছিল।

তবে ব্যস্ততার কারণে সফর বাতিল করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

লাভরভের এই সফরে রাশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা, খাদ্যশস্য সরবরাহ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আলোচনায় থাকা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ।

আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রাশিয়ার পক্ষে যোগ দিচ্ছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।

 

Comments