আগামীকাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করবেন লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামীকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামীকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ ও ২৪ তারিখে লাভরভের ঢাকা সফর বাতিলের ঘোষণার পর নতুন এই তথ্য জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আইওআরএ বৈঠকে যোগদান ছাড়াও লাভরভের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করার কথা ছিল।

তবে ব্যস্ততার কারণে সফর বাতিল করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

লাভরভের এই সফরে রাশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা, খাদ্যশস্য সরবরাহ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আলোচনায় থাকা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ।

আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রাশিয়ার পক্ষে যোগ দিচ্ছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।

 

Comments

The Daily Star  | English
interim government struggles with decision-making

Interim govt struggling on many fronts

The government on around a dozen occasions has backtracked on its decisions during its two months in office, casting doubts about its resolve.

13h ago