বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা তদন্তের আহ্বান হোয়াইট হাউসের

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার স্বচ্ছ, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।
একইসঙ্গে সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
গতকাল শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র জন কিরবি গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি যুক্তরাষ্ট্র 'নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে'।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব সময়ই এ কথা বলে এসেছে যে, বাংলাদেশের জনগণ ভয়ভীতি-হয়রানি ও সহিংসতামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়ার অধিকার রাখে।
'বাংলাদেশে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানাই। আমরা চাই, প্রত্যেকে হয়রানি ও ভয়ভীতিমুক্ত থাকুক। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যে, কোনো দল বা প্রার্থীকে যেন ভয়ভীতি দেখানো না হয়, হুমকি দেওয়া না হয় বা কোনো দলের ওপর হামলা না হয়,' যোগ করেন জন কিরবি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র আরও বলেন, 'ওয়াশিংটন বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলতে চায়—সহিংসতার যে সংবাদ পাওয়া গেছে এর স্বচ্ছ, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক।'
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে—গত বুধবার ঢাকায় দেশটির প্রধান বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলায় একজন নিহত ও ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, ঢাকায় শনিবারের গণসমাবেশকে কেন্দ্র করে গত এক মাসে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটি সেই সমাবেশে ১০ লাখ নেতাকর্মীর অংশ গ্রহণের প্রস্তুতি নিয়েছিল।
Comments