নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বাইসাইকেলে চড়ে বাংলাদেশে

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাইসাইকেলে চড়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্রিঞ্জ থমাস হেনরিজ।
জানা গেছে, ঢাকায় অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তিনি নেপাল থেকে ভারতে প্রবেশ করে বাইসাইকেল নিয়ে হিলি আসেন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে ভারতীয় অংশে ইমিগ্রেশনের কাজ সেরে তিনি পাসপোর্টযোগে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এসময় হিলি সীমান্তের শূন্যরেখায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম।
তার এই আগমন উপলক্ষে দুই দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
পরে বাংলাদেশ অংশে ইমিগ্রেশন সম্পন্ন করে তিনি বাইসাইকেলে চড়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। আজ বগুড়ায় অবস্থানের পর তিনি সেখান থেকে ঢাকায় যাবেন।
ঢাকায় অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে রাষ্ট্রদুত প্রিঞ্জ থমাস হেনরিজ বিমানযোগে নেপাল ফিরে যাবেন। সম্পূর্ণ ব্যক্তিগত সফরে তিনি বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ নূর-এ আলম।
Comments