ভারতের ৩৪ সাংবাদিককে সম্মাননা দিলো চট্টগ্রাম প্রেসক্লাব
ভারতের কলকাতা, আসাম ও গুয়াহাটি থেকে আসা ৩৪ জন সাংবাদিককে সম্মানা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে শুধু নয়, মানুষে মানুষে আত্মিক সম্পর্ক আরও গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, এখন আর আকাশ থেকে কুড়ে ঘর দেখা যায় না, বাস্তবিক অর্থে কুড়ে ঘর হারিয়ে গেছে, এটিই বদলে যাওয়া বাংলাদেশ। যে ছেলেটি ১৪ বছর আগে বিদেশ গেছে সে এসে নিজের শহর চিনতে পারে না, নিজের গ্রাম চিনতে পারে না। 'পায়ে চলা মেঠোপথ গেছে বহুদূর, রাখালি বাঁশির সুর সরল মধুর' সেটি শুধু কবিতায় আছে, এখন গ্রামেও সহজে মেঠোপথ খুঁজে পাওয়া যায় না।
তিনি বলেন, আমাদের এই বদলে যাওয়ার সঙ্গে গত ১৪ বছর ধরে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। সেই সম্পর্ক আমাদের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।
এর আগে তথ্যমন্ত্রী ভারতীয় সাংবাদিকদের নিয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল ও ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্থান পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক, আসামের সিনিয়র সাংবাদিক মনোজ কুমার গোস্বামী প্রমুখ।
Comments