সংসদীয় কমিটিতে খন্দকার মোশাররফের পদে নুরুল ইসলাম নাহিদ
ফরিদপুর-৩ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এই সংসদীয় স্থায়ী কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে।
আজ সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন প্রস্তাবটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। খন্দকার মোশাররফ এ সময় সংসদে অনুপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, গত বছরের মার্চ থেকে সংসদে অনুপস্থিতির কারণে সংসদীয় স্থায়ী কমিটির কোনো বৈঠক হতে পারেনি। গত বছর এই সংসদীয় কমিটির মাত্র দুটি বৈঠক হয়েছে।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী একটি সংসদীয় সংস্থার প্রতি মাসে অন্তত একটি সভা করার কথা। কিন্তু গত ১০ মাসে এই কমিটির কোনো বৈঠক হয়নি।
Comments