বাংলাদেশ

মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের সমর্থকদের হামলার অভিযোগ

জামালপুরে মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালিয়ে সরকারি প্রকৌশলীসহ ৪ জনকে আহত করার অভিযোগ উঠেছে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সমর্থকদের বিরুদ্ধে।
জামালপুর সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ। ছবি: শহীদুল ইসলাম নীরব/স্টার

জামালপুরে মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালিয়ে সরকারি প্রকৌশলীসহ ৪ জনকে আহত করার অভিযোগ উঠেছে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সমর্থকদের বিরুদ্ধে।

আজ সোমবার দুপুরে সারা দেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালেই এই হামলা করা হয়।

হামলায় আহত হয়েছেন মডেল মসজিদ প্রকল্পের প্রকৌশলী মাসুদুর রহমান জলি (৩২), ঠিকাদার রাকিব হাসান (৩০), ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মী বিপুল (২৮) ও সৌরভ (২৫)।

প্রকৌশলী জলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের মুখপাত্র মুকুলের নেতৃত্বে তার সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়।'

হামলার সময় ডা. মুরাদের সমর্থকরা তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন কেড়ে নিয়েছে এবং মসজিদের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কটি খুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন প্রকৌশলী জলি।

অভিযোগের বিষয়ে জানতে ডা. মুরাদের নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে তার মুখপাত্র সাখাওয়াতুল আলম মুকুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোনো মারামারি তো হয়নি। এমন কোনো খবর আমি জানি না।'

জামালপুরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সেই ফলকটি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উদ্বোধনী ফলক স্থাপন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

3h ago