বেসরকারি ৫ মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় ৫টি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং ১ মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জাতীয় সংসদে একথা জানান।
মন্ত্রী জানান, সেনাবাহিনী পরিচালিত ৫টি সহ দেশে বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ আছে। কার্যক্রম স্থগিত থাকা বেসরকারি মেডিকেল কলেজগুলো হলো, ঢাকার আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ। উত্তরার নর্দার্ন ইন্টারন্যাশনাল কলেজ ও আইচি মেডিকেল কলেজ। রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ এবং রাজশাহীর শাহ মাখদুম মেডিকেল কলেজ।
তবে অনুমোদন বাতিল করা মেডিকেল কলেজের নাম মন্ত্রী উল্লেখ করেননি।
Comments